মায়ের কবিতা

July 30, 2010
যদি জন্ম নেয় কোনো ছেলে
এই বাংলা মায়ের কোলে
যদি বোন বাঁচে ভাইয়ের আদরে
তবে শহীদের রক্তমশাল
জ্বলবে প্রতিটি ঘরে ঘরে।

যদি আকাশ জুড়ে লাল সূর্যটা
ভোরের আলো জ্বালে
যদি সব জনতা এক হয়ে জাগে
প্রাণের পতাকা তলে
তবে শানিত এই সংগ্রামী ঢেউ
বইবে চিরকালের তরে।

যদি আঘাত দিতে কেউ আর আসে
আমার মায়ের পরে
যদি বাংলা ভাষার সুর থেমে যায়
স্বৈরাচারের ঝড়ে
তবে ছাড়বো না সেই অত্যাচারীকে
একটুখানি ক্ষমার তরে।
 

তুমি ও আমি...

July 29, 2010
হঠাৎ করেই মুখোমুখি
আজ আমরা দু'জনে
ব্যস্ত শহরে কোলাহলের মাঝে
খুবই ব্যস্ততা নিয়ে চলার পথে।

রাগে তুমি লাল হয়ে গিয়েছিলে
আমি ছিলাম অবনত শিরে
কি ছিল আমার মনে
জানলে না তুমি জানতে চাইলে না
আমিও বলি...

Continue reading...
 

ভালবাসা,,,

July 28, 2010
আমি পথ চেয়ে আছি
হাজার মানুষের ভীড়ে
যে পথ দিয়ে তুমি গিয়েছিলে চলে
সকল বন্ধন ছিঁড়ে।

চেয়ে আছি পথ, আমি একাকী
দৃষ্টি আমার শূন্যে
যেখানে নীলেরা করছে ভীড়
শুধুই তোমার জন্যে।

চাঁদটা যেখানে দাড়ি...

Continue reading...
 

Blog Archive



 
Make a Free Website with Yola.