প্রেমিকা কে লেখা চিঠি

July 30, 2010
আমার নারী: 

আজ সারাদিন শুধু তোমার কথা ভেবেছি। রৌদ্রে দেখেছি তোমার হাসি, মেঘে দেখেছি তোমার কালো চুল। বাতাসে ভেসে আসা গন্ধে পেয়েছি তোমার চুলের গন্ধ। সে গন্ধে আনমনা হয়ে ভেবেছি রজনীগন্ধার সুবাশ, আমায় সে গন্ধ বড় আনমনা করে দেয়, মনে করিয়ে দেয় ছোটবেলায় আমার মার বলা সেই রুপকথার গল্প। রাজকন্য, রাজপুত্রর গল্প।

আমি যেন সেই রাজপুত্র, টগবগিয়ে ঘোড়ায় চড়ি যাচ্ছি বন্দি রাজকন্যা উদ্ধারে। রাজকন্যা বন্দি সেই দুষ্ট রাক্ষসে হাতে, রাক্ষস তাকে লুকিয়ে রেখেছে শাপলা দীঘির নিচে। আমায় যেতে হবে শাপলা দীঘিতে, বার করতে হবে তোমার কক্ষ, তোমার পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠী। কাঠি বদলালেই রাজকন্য জেগে উঠবে। আমার রাজকন্য কবে জাগবে, বলবে আমার রাক্ষসের প্রান কোন শাপলা ভ্রমরের কাছে লুকানো। কোন সে ভ্রমর যার গুনগুন শব্দে আমি সে রাক্ষসকে মেরে রাজকন্যাকে জাগিয়ে নিয়ে যাবো আমার প্রাসাদের, সেখানে আমাদের নটে গাছটি মুড়াবে ঢুলীর ঢাকের বাদ্যে। 

ঢুলীর বাদ্য বাজেনা, বাজে তীব্র বাসের হর্নের আওয়াজ, বাসের কন্টাকটর বলে উঠে মহাখালী, মহাখালী। আমার রুপকথা শেষ হয়, আমি স্যান্ডেল লটকে লটকে নেমে যাই, হাটা দেই জীবিকার জন্য আমার রাজকন্যাকে সযতনে রেখে। আজ রাতে আবার তোমায় স্বপ্ন দেখো, এখন ঘুমোও রাজকন্য, তোমার পায়ের কাছে, সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠি, এ ঘুম কি সহজে ভান্গবে ?

তোমার পুরুষ
 

আমাকে লেখা মেয়েটির সেই প্রেমের চিঠি

July 30, 2010
চিঠিটির কথা আমার মনেই ছিলনা । পুরনো কাগজ পত্র ঘাটতে গিয়ে ধুলোর আস্তরনে ঢেকে যাওয়া কাগজটি চোখে পড়ল । কৌতুহল নিয়ে কাগজটি খুলে দেখলাম । দেখে অবাক হলাম । সে কতদিন আগের কথা । এইচএসসিতে তখন আ�...
Continue reading...
 

একটা প্রেমের

July 30, 2010
একটা প্রেমের চিঠি একটা প্রেমের চিঠি তোমার পড়াশোনা খুব মুল্যবান জানি কিন্তু একটা প্রেমের চিঠিকে কেন এত তুচ্ছ ভাবো? পড়াশোনা করেতো কত রাএ কাটাও কিন্তু একটা প্রেমের চিঠি লিখতে কেন এত আলস্য...
Continue reading...
 

Blog Archive



 
Make a Free Website with Yola.